হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে নিজ জেলা নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত
এ কে এম আব্দুল্লাহ্ঃ
নিজ জেলা নেত্রকোনায় হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে নেঁচে গেয়ে আনন্দ শোভাযাত্রা করে নন্দিত কথা সাহিত্যিক, প্রখ্যাত নাট্যকার ও দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ুন আহমেদ এর ৭৬তম জন্মদিন পালন করেছে তার ভক্তরা।
প্রতিবারের ন্যায় এবারও হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে সকাল ১১টায় তরুণ পাঠক ও লেখক ভক্তরা হলুদ পাঞ্জাবীতে হিমু আর নীল শাড়ী পড়ে রূপা সেজে সাতপাই চক্ষু হাসপাতাল সংলগ্ন নদীর পাড় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার অসুস্থ থাকায় হাসপাতাল থেকেই মোবাইল ফোনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন ঘোষনা করেন। আনন্দ শোভাযাত্রায় শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহন করেন। পরে হিমু রূপারা গানের তালে তালে পায়ে হেঁটে নেচে গেয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে এসে জড়ো হয়। সেখানে হিমু-রূপাদের নিয়ে লেখকের জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে লেখকের তৈরি বিভিন্ন নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য নিয়ে ‘গানে ও আড্ডায়’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
এছাড়াও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হুমায়ুন আহমেদ ৬৩ বছর বয়সে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সনের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।