
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
সভাপতি হিসেবে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিন ও আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন নির্বাচিত হয়েছেন।
রোববার ৪ ডিসেম্বর রবিবার হালুয়াঘাট থানা রোড এলাকায় হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি শুভাশীষ সরকার শুভ (দৈনিক ব্রম্মপুত্র এক্সপ্রেস), যুগ্ম সাধারন সম্পাদক আনসারুল হক রাসেল (দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক এম এ খালেক (এশিয়ান টিভি ও দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক জুলফিকার আলী জুলমত (দৈনিক কালবেলা), শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মালেক ( দৈনিক আজকালের খবর, চ্যানেল এস), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন (দৈনিক দিগন্ত বাংলা), সম্মানিত সদস্য মোঃ আঃ আউয়াল (দৈনিক মানবকন্ঠ), আব্দুল হক লিটন (বিজয় টিভি, দৈনিক আমাদের সময়), মাজহারুল ইসলাম মিশু (দৈনিক কালের কন্ঠ), দুলাল রায় (দৈনিক ঢাকার ডাক)।

নবগঠিত কমিটির সভাপতি বাবুল হোসেন জানান, হালুয়াঘাটের সম্পূর্ণ পেশাদার সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ কমিটির মুখ্য ভূমিকা থাকবে বলে মন্তব্য করেন তিনি। নবগঠিত কমিটির সাধারন সম্পাদক ওমর ফারুক সুমন বলেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া নেই। সমাজের আড়ালে থাকা ঘটনা গুলো সামনে নিয়ে আসাই এ সংগঠনের একমাত্র লক্ষ্য।এ জন্যে সকলের সহযোগীতা প্রয়োজন।
তিনি বলেন, নবগঠিত এই কমিটির প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে,এটাই চাওয়া আমাদের।আর তাতে সংগঠনের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। প্রত্যেকটি সদস্যই প্রকৃত কলমযোদ্ধা হিসেবে কাজ করে যাওয়াই এ সংগঠনের মূল উদ্দেশ্য।