১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন
রাজেশ গৌড়ঃ
‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা, এক দাবি জানিয়ে অংশ নেয় শিক্ষকরা।
মানববন্ধনে সহকারী শিক্ষক অরুণ পাল এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরী, মোশতাক আহমেদ সহকারী শিক্ষক তৌহিদা আক্তার,রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান,জহিরুল ইসলাম,এস এম সাইফুল্লাহ,মিন্টু সরকার,আফজাল হোসেন,উম্মে কুলসুম আকঞ্জিমো: ওবায়দুল্লাহ,পীযুষ কান্তি সরকার আল মোস্তাশিম।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষার আলোর মশাল নিয়ে আমরা শিক্ষকরা যারা প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি অথচ আজ আমরাই বৈষম্যের শিকার। শিক্ষার ভিত্তি প্রস্তর তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে।বর্তমানে আমরা ১৩ তম গ্রেডে শিক্ষকতা করছি। অথচ ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও আমরা ১৩তম গ্রেডে চাকরি করছি। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করি এবং ১০ তম গ্রেডে উন্নীত করার দাবি জানাই। আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন শিক্ষকরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষকরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।