মোহনগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম রতন:
নেত্রকোনার মোহনগঞ্জ থানা অফিসার কক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়াদি নিয়ে পুলিশের সাথে জনগণের “ওপেন হাউজ-ডে ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে থানা কার্যালয়ে এ ‘ওপেন হাউজ-ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে এ উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারহাট্রা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস।
এ আলোচনায় সভায় অংশগ্রহণ করেন , পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ জুনায়েদ আহমেদ, মোহনগঞ্জ বাজার বণিক সমিতির নেতা মাসুদ মিয়া, শ্যামল মোল্লাসহ আরো অনেকেই।
অনুষ্ঠানের সভাপতি ওসি আমিনুল ইসলাম সমাজের ভাল মানুষদের থানার দরজা খোলা বলেন। জনগণের সুখ দুঃখের কথা শুনতে তিনি প্রস্তুত রয়েছে বলে জানান। আইনশৃঙ্খলা রক্ষার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বক্তব্য প্রদান করেন।