গুচ্ছ কবিতা : কবি শাহানুর আলম শাহানা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

গুচ্ছ কবিতা : কবি শাহানুর আলম শাহানা


একাত্তরের ছাব্বিশে মার্চ

একাত্তরের ছাব্বিশে মার্চ
স্বাধীনতার ডাকে
খোকা গেল অস্ত্র নিয়ে
না জানিয়ে মাকে।
জিবন মরন মাঝে রেখে
আনবো স্বাধিনতা
স্বাধিনতায় ভূলিয়ে দেয়
প্রিয় মায়ের কথা।
অস্ত্র নিয়ে যাবো মাগো
মুক্তি সেনার ভিরে
বিজয় হলো কিন্তু খোকা
আর এলো না ফিরে।
মায়ে ডাকে আয় খোকা আয় রে
স্বাধীন দেশে খুশি মনে
সবাই যখন আসে
পাগলি মায়ের চোখে খোকার
লাস বাসে।
চোখের জলে মায়ের বুকটা ভাসে।
খোকা আমার কই
সবাই ফিরে আসে
মা জানেনা খোকার খবর
সবাই যখন হাসে।
যুদ্ধে খোকা শহীদ হয়ে
যায় হারিয়ে লাসে।


মার্চ এলো

অগ্নি ঝরানো মার্চ এলো ফিরে
বাংলার স্বাধীন মানুষের নীড়ে
এসময় তো কত মায়ের কোলে
ছেলেরা কত জন আসেনি ফিরে।।

গিয়েছিলো বলে মাকে আসবো আমি
কেঁদো না মা গো যেতে দাও তুমি
অস্ত্র ধরে রক্ষা করবো নিজ
ভালোবাসার প্রিয় মাতৃভূমি।।

নতুন মানচিত্র আঁকতে গিয়ে
ফিরে আসে নাই খোকা ঘরে
মার্চ এলো ফিরে খোকার জন্য
কাঁদছে মায় দুয়ারে দুয়ারে।।


রক্ত ঝরা স্বাধীনতা

স্বাধিনতা ফিরে এলো
জাতি মনে আছে কি?
রাজ পথে রক্ত ঝরার কথা
নেতৃত্বে ছিলেন মহান নেতা।
শূন্যতায় পূর্ণতায় মুগ্ধতায়
ফিরে এলো স্বাধীনতা।
এই স্বাধীনতা অর্জনে
হারিয়েছে শত শত প্রাণ
আমরা যেন স্বাধীন দেশে
গাই স্বাধীনতার গান।
এক নদী রক্তের বিনিময়ে
আমরা পেলাম প্রিয় স্বাধীনতা
মুজিব ছিলেন কান্ডারী
বাঙালির জাতির পিতা।
স্বাধীন হয়েছে বাংলাদেশ
স্বপ্ন হয়নি পাকা পোক্ত
এ জাতি ঢেলে দিয়েছে তাজা রক্ত।


মানুষে পরিণত কর

নিজেকে মানুষে পরিণত কর
হও তুমি নারী কিংবা নর
সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোতে ভরো
অসুরে মত অন্ধকারের সাধক নয়।
নিজে কে মানুষে পরিণত কর
মনোস্বত্ব ভরে সেই আচরন
করবে তোমায়ভাগ্য জাগরণ।
এমনই একজাতি আমরা
জ্ঞানহীন শিক্ষার গর্ব করি
কর্মে কালো টাকার পাহাড় গড়ি
নানা সমাজে চলে নানা চাল
শিক্ষা নিয়ে বলার নাই কিছু আজ কাল।
নিজেকে মানুষে পরিণত কর
লোকে বলোক তোমায় ছোট কিংবা বড়ো।
দু চোখে আলোকে রেখে
অন্ধকারে যেওনা পড়ে।
অসম্ভব কাজের জন্য যেন
তোমায় অসৎসঙ্গরাই হাত ধরে।
নিজেকে মানুষে পরিণত কর
কালো পথ ছেড়ে ভালো পথ গড়।


মা তোমার ছেলের বিদায়ী হাসি

মা গো ফিরে এলো স্বাধীনতা
কেঁদো না মা গো তুমি
তোমার শত শত ছেলে আছে
দেশের জন্য বিদায় নিলে ও
চেয়ে দেখ মা শত ছেলের মাঝে আমি।।

মা, মা গো দেখো না চেয়ে তুমি
তোমার ছেলে হাসে কেঁদো না তুমি
স্বাধীন দেশে আছে মা তোমার শত ছেলে
আমাকে না হয় মা তুমি কোলে না পেলে
তোমার ছেলে হাসে মাগো কেঁদো না তুুমি।।

স্বাধীনতার মাঝে খুজে দেখো দাঁড়িয়ে আমি
মা গো তোমায় না বলে নিয়েছি বিদায়ী হাসি
তাই তো মা বার বার ফিরে ফিরে আসি।।


নারকীয় গণহত্যা

বাবা গেল ভাই গেল গেল জ্ঞানী গুনীজনেরা
একসাথে হলাম সবাই আত্মীয় সজন হারা
শোনে রেখো তোমরা শত শত ঘাতকের দল
সুযোগ বুঝেই তোমরা দিয়েছিলে ছোবল।।

আর কোনোদিন তোমরা এমন সুযোগ পাবে না
আমরা ও শিখেছি অস্ত্র ধরে নিজের মা কে বাচাতে
যেভাবে তোমরা বাবা ভাই হত্যা করেছিলেগভীর রাতে
চালু করেছিলে অপারেশন সার্চলাইট নিজের কমতাতে।।

আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র, জ্ঞানী, গুনীজনের আশা
শত্রুদের প্রতিশোধ নেয়া আমাদের শহীদের ভালোবাসা
আমাদের নারকীয় হত্যা করেও হেরেছিলে তোমরাই
শত শত জীবনের বিনিময়ে আমার ই স্বাধীনতা পাই।।