নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
পহেলা বৈশাখ—বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সোমবার নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে জেলা প্রশাসনের আয়োজনে এ দিনটি পালিত হয় নানা আয়োজনে।

সকালে পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেয় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

শোভাযাত্রায় তুলে ধরা হয় বাংলার ঐতিহ্যবাহী লোকজ উপাদান—রঙিন মুখোশ, গ্রামীণ জীবনের প্রতীক, পান্তাভাত ও ইলিশ মাছের প্রতিরূপ, মাটির তৈরি খেলনা, কৃষিজীবনের উপকরণ, ঘোড়া ও হাতির প্রতিকৃতি। বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যে নেমে আসে উৎসবের ঢেউ।

পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী মেলায় স্থান পায় হস্তশিল্প, পাট ও বাঁশজাত পণ্য, গ্রামীণ খেলনা, খাবারদাবার ও নানা রকম ঐতিহ্যবাহী উপকরণ। সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লোকগান, আবৃত্তি, নৃত্য ও নাটিকা। উৎসবমুখর পরিবেশে আনন্দে ভরে ওঠে জেলার প্রাণকেন্দ্র।

নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয় আলোকসজ্জা। সরকারি ও বেসরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও ছিল রঙের ছোঁয়া। বৈশাখী পোশাকে সজ্জিত মানুষজন ভিড় করেন উৎসবস্থলে।

জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ছিল নজরদারি, টহল ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সহযোগিতা করে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

পহেলা বৈশাখ এখন আর শুধু ক্যালেন্ডারের পাতায় নতুন বছর শুরু করার দিন নয়—এটি হয়ে উঠেছে বাঙালির প্রাণের সংস্কৃতির অন্যতম শক্তিশালী প্রকাশ। উৎসব-অনুভূতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নেত্রকোণায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।