সেভ দ্য চিলড্রেন-এর তরুণদের শিফট ক্যাম্পেইন-এর পতাকা উড়লো আজ
নিজস্ব প্রতিবেদকঃ
‘ইতিবাচক পরিবর্তনে তারুণ্যের শক্তি’ এই শ্লোগানকে উপজীব্য করে আজ ৩১ অক্টোবর উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সেভ চিলড্রেন-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার যুব-তরুণদের নেতৃত্বে তাদের পরিকল্পনা ও পরিচালনায় উচ্চ শিক্ষায় মেয়েদের অংশগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ১৪-২৫ বছর বয়সী যুবদের নেতৃত্বে শিফট ক্যাম্পইেন এই সচেতনতামূলক ক্যাম্পেইনটি বাকেরগঞ্জের ৪টি ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে পরিচালনা করা হবে।
শিফট ক্যাম্পেইনটি বাকেরগঞ্জের স্বেচ্ছাসেবী যুবরা তাদের এলাকায় সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে সেটি সমাধানে কী করণীয় তা ঠিক করেছেন। যুবদের নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়ায় সেভ দ্য চিলড্রেন এবং সহযোগী সংস্হা ও সেইন্ট বাংলাদেশ। শিফট-এর মূল লক্ষ্য হল ১৪-২৫ বছর বয়সী তরুণ প্রজন্মকে সামাজিক সমস্যা সমাধানে ক্ষমতায়ন করা এবং সেগুলো সমাধানে তাদের কারিগরী সহায়তা প্রদান করা।
উপস্থিত অতিথিদের বক্তব্য অনুযায়ী শিফট ক্যাম্পেইনে উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবীদের জন্য এমন একটি মাধ্যম যার মাধ্যমে তারা তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রতিশ্রুতি গ্রহণ করতে পারে এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মূল সমস্যাগুলি মোকাবেলা করে এবং অর্থপূর্ণ পরিবর্তন আনার উপায় খুঁজে বের করতে সক্ষম হবে বলে তারা মনে করেন।
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার-ভূমি সানজিদা রিকতা, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ এবং বাকরেগঞ্জ থানা অফসিার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান।
এছাড়াও উপস্হিত ছিলেন এস.এম কাইয়ুম খান, চেয়ারম্যান, গারুড়ীয়া ইউনয়িন, মোঃ ফয়সাল ওয়াহিদ, চেয়ারম্যান, কলসকাঠী ইউনয়িন, মোঃ জাহিদুল হাসান, চেয়ারম্যান, রঙ্গশ্রী ইউনয়িন। অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে গারুড়িয়া, রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর ও কলসকাঠি ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দও উপস্হিত ছিলেন।