
নারীর সর্বনাশ
মোয়াজ্জেম চৌধুরী
নারীকে করো সম্মান,
করোনা তো অপমান,
নারীদের কেন করছো নির্যাতন
নারীরা কি সমাজের নয়।
শুরু থেকেই কেন নারীর নির্যাতন
স্কুলে কিংবা কলেজে হয় বন্ধ নেই কোন খানে,
রাস্তা ঘাটে টুকাই যুকদের
ইভটিজিং এর শিকার হয় নারীরা,
নারীরা কি সমাজের নয়।
প্রায়শই দেখা যায় বিদ্যাপীঠেও নেই সিরাপদ
হয় সে নারী শিক্ষকেরই লালসার শিকার,
কোচিং এ নিয়ে সুযোগ বুঝে
নারীর করে যে দেহের সর্বনাশ।
ধর্ষণ করে জীবন কেড়ে নেয় করে ফেলে হত্যা
নারীরা কি সসাজের নয়।
নিজের বাড়িতেও নারীরা নেই নিরাপদ
সইতে হয় শারিরীক মানসিক নির্যাতন,
স্বামীর হাতে প্রতিনিয়ত কত নারী নির্যাতিত
বিচার পেতে গেলে শশুর শাশুড়ি লোকজন মিলে করে আরো নির্যাতন।
সুযোগ খুজে কলঙ্কিত করে দেয় যে বের করে
কখনো বা সবাহ মিলে গলাটিপে মারে,
বিচারালয়ে বিচার চেয়ে পায় না ন্যায় বিচার
ঐখানেও নারীরা হয় লালসার শিকার,
কেন হয় না বিচার, পায়না কোন আশ্রয়
নারীরা কি এই সমাজের নয়।।