নেত্রকোণায় ৫টি আসনে আ’লীগের ৭১জন প্রার্থীর মধ্যে মনোনয়ন পেলেন ৫জন

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

নেজা নিউজ ডেস্কঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই ঘোষণার পর পরই দলীয় মনোনয়ন দিতে তৎপর হয়ে উঠে টানা ৩বারের ক্ষমতায় থাকা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় নেত্রকোণায় ১০টি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৫টি আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করে দলটি।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় শেষে চূড়ান্ত নামীয় তালিকা প্রকাশ করেন।

তালিকা থেকে জানা যায়, এবার জাতীয় সংসদ ১৫৭, নেত্রকোণা-১ আসন (কলমাকান্দা-দূর্গাপুর) থেকে সাবেক সংসদ সদস্য, মোশতাক আহমেদ রুহীকে মনোনয়ন দেয় দলটি। এর আগে এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, রেমন্ড আরেং, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, মোশতাক আহমেদ (রুহী), মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস আরা, মো.আতাউর রহমান খান আঁখির, মোস্তফা জামাল লিটন, একেএম জিয়াউল হক, মো. এরশাদুর রহমান মিন্টু, সুজন হাজং, শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, ওসমান গনি, রফিকুজ্জামান খোকন, তপন কুমার তালুকদার, মাহতাব উদ্দিন মাতু, তিতাস রায় রানা, মো. শহিদুল ইসলাম, শাহ্ মোহসীন ও মোশারফ হোসেন (ডন) সহ ২১ জন প্রার্থী।

অন্যদিকে জাতীয় সংসদ ১৫৮, নেত্রকোণা-২ আসন (নেত্রকোণা সদর-বারহাট্টা) থেকে বর্তমান সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকে মনোনয়ন দেয়া হয়। এর আগে এই আসন থেকে আশরাফ আলী খান খসরু, সাবেক সংসদ সদস্য এবং যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান (শেফালি), অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, মো. শামছুজ্জোহা, রানা তাজ উদ্দিন খান, অর্পিতা খানম, মোহাম্মাদ মাসুম ইকবাল, আনোয়ার জাহান অঞ্জন, মাহবুবুর রহমান খান দৌলত, মুহাম্মাদ সারোয়ার মুর্শেদ আকন্দ, শাহ মোস্তফা আলমগীর, তুহিন আক্তার, মো.ওমর ফারুক ও অর্থই নূরুল আমিন খানসহ ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জাতীয় সংসদ ১৫৯, নেত্রকোণা-৩ আসন (আটপাড়া-কেন্দুয়া) থেকে মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল। এই আসনে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, কেশব রঞ্জন সরকার, সামসুল কবীর খান, মো. আব্দুল মতিন, মিঞা মো. শফিকুল ইসলাম, আবুল বাশার মো. আমিরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আতাউল করিম রাসেল, মীর মেহেদী হাসান, মোহাম্মাদ আলমগীর হাসান, আজেদা খানিজ, মো. নূরুল ইসলাম, শহীদুল্লাহ ও মো.খায়রুল ইসলামসহ মোট ১৬জন মনোনয়ন সংগ্রহ করেন।

জাতীয় সংসদ ১৬০, নেত্রকোণা-৪ আসন (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) থেকে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান মনোনয়ন পান। এই আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মমতাজ হুসেন চৌধুরী, এম. মনজুরুল হক, খন্দকার আরফান মাহমুদ, মো. হাবীবুর রহমান ও গোলাম বাকী চৌধুরীসহ ৬জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

জাতীয় সংসদ ১৬১, নেত্রকোণা-৫ আসন (পূর্বধলা) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আহমদ হোসেন। এই আসনে মোট ৯জন মনোনয়ন ক্রয় করেন। তারা হলেন মধ্যে রয়েছেন, উপাচার্য মো. আনোয়ার হোসেন, আহমদ হোসেন, নাদিয়া বিনতে আমিন, মাজহারুল ইসলাম সোহেল ফকির, জাহিদুল ইসলাম সুজন, তুহিন আহমদ খান, আজিজুর রহমান খান, মো. মিছবাহুজ্জামান ও রফিকুল ইসলাম।

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।