জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী ও আলোচনা সভা
এ কে এম আব্দুল্লাহঃ
জাতীয় প্রবাসী দিবস -২০২৩ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) টিটিসি প্রাঙ্গণে “প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার/স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালীটি টিটিসি প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় টিটিসি প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে চীফ ইনস্ট্রাক্টর এস এম সাদরুল কবীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর সৈয়দ শাকিল মোস্তফা।