২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

বাণী

আজ অমর ২১ ফেব্রুয়ারি, ২০২৪। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা ও বাঙালি জাতির ইতিহাসে গৌরবজ্জ্বল এক অনন্য অধ্যায়।

মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় প্রথমবার একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, সারা বিশ্ব আজ সেই আত্মত্যাগকে স্মরণ করছে সুগভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

তাই মহান একুশ বাঙালি জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। একুশের মধ্যেই নিহিত ছিল বাঙালির স্বাধীনতার মূলমন্ত্র, আমরা অর্জন করেছি আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা এবং স্বতন্ত্র সত্তা। জাতীয় জীবনের এই গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত দিনে স্মরণ করছি সেই বীর সন্তানদের, যাঁরা মাতৃভাষার সম্মান রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। মাতৃভাষার সম্মান প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে কারারুদ্ধ অবস্থায়ও অনশন পালন করেন।

আজকের এই অমর একুশে ফেব্রুয়ারিতে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

মহান শহিদ দিবস উপলক্ষে নেত্রকোণা জার্নাল অনলাইন আঞ্চলিক পোর্টাল প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বাঃ-
(শাহেদ পারভেজ)
জেলা প্রশাসক
নেত্রকোণা।