
কলেমার সাথে
কবি মোঃ আব্দুল কাদির
ডাকে কোকিল
বনে গাছের ডালে ডালে
চলে নৌকা
পানিতে বৈটার তালে তালে
আল্লাহ বলে
নামাজ পড়ো আজান হলে
যাও মসজিদে
সবাই মিলে দলে দলে।
সকলের সাথে
করো সদা সত ব্যবহার
পাইবে তুমি
দুনিয়া আখেরাতে উপহার
চলো তোমারা
কাঁধে মিলে কাঁধ একসাথ
থাকো সবাই
মিলে মিশে দিন রাত।
বলো আল্লাহকে
মৃত্যুর সময় যেন কলেমা
বেসে আসে
আমাদের কন্ঠ হতে।