হারিকেন বাতি; কবি মোঃ আব্দুল কাদির
প্রকাশের সময়: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

হারিকেন বাতি
কবি মোঃ আব্দুল কাদির
চিলাম আমি সবার আদরি
রাখতে আমায় হৃদয়ে করি।
সন্ধ্যা হলে মোরে
গা মুছে যত্ন করে
আদরে তুলে নিতে ঘরে।
উঠতে বসতে চলতে
ফিরতে রাখতে
সবাই হাতে হাতে।
আমি হারিকেন
আমি উজ্জ্বল বাতি।
প্রতিটি কাজ করতে
আমায় নিয়ে হাতে।
আমি হারিকেন বাতি
আমায় নিয়ে করতে
গান বাজনা ফুর্তি।
দিলে আমায় ফেলে
রাখলে দূরে গেলে ভুলে।
নামটাই করে দিলে বিলুপ্ত
কারেন্টে করলে জগত উন্নত।
দেখ তুরা মানুষ আজ
অন্যায় বে বিছার ধর্ষণে হলে লিপ্ত।
Total views 1,562
আপনার মতামত লিখুন :