
এই বিলে
কবি মোঃ আব্দুল কাদির
আমাদের এই বিলে
নেই কোন গাফলা
ফুঁটে আছে শাফলা ,
সকলে মিলে বিকালে
তুলে শাফলা দিতাম
মালা বাঁনিয়ে গলে।
শাফলার মালা গলে
চলতাম সকলে মিলে ,
কলা গাছের ভেলায়
চড়ে বেশি সময়
খেলতাম এই বিলে।
কতো কতো মাছ
দপ করে ধরতো
গিলে ফেলতো চিলে
হাসতাম কিল কিলে।
হতো গু ধুলি সন্ধ্যা
খেলতাম দারিয়া বাঁন্দা
হতো এশার আজান
ডাকতো গিয়ে বাঁজান।
দৌরে এসে বাড়ি
হাতে নিয়ে বই
পরতাম খুব তারাতারি।
সকালে ঘুমিয়ে উটে
যেতাম কিছু হেঁটে
হাতে নিয়ে পাঁকাআম
খাইতাম চেটে চেটে।