
পারিবারিক জিদ
কবি মোঃ আব্দুল কাদির
নতুন বঁধু রান্চে কদু
ডাইলে দিছে মুলা
মজা করে খাইলো এসে
তাঁর বাশুরের পুলা ।
খাওয়া আর যেমন তেমন
ফুর্তিতে মন ভরা
নব বঁধুর এই আগমনে
মেহমানে দিছে ধরা ।
দিচ্ছে কতো উপহার প্রাইজ
নতুন বঁধুর হাতে
মনো রঙে বসছে বউ
বাবার দেওয়া খাঁটে ।
এইসব দেখে ফুলে রাখলো
তাঁর বাসুরের বউ
সবাই দিচ্ছে নতুন বউকে
আমারে দিচ্ছেনা কিছু কেউ ।
কষ্ট করে করলাম আমি
আয়োজন মেহমানের জন্য
উপহারত দূরের কথা আমারে
কেহ দিলোনা ধন্য ।
বৃত্তা আমি করলাম কষ্ট
এই সংসারের জন্যে
দু’দিন পরে আলাদা হয়ে
জীবন করব ধন্য ।